কিওয়ার্ড রিসার্স কি এবং কিভাবে কিওয়ার্ড রিসার্স করতে হয়।

কেমন আছেন সবাই আশাকরি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপুন একটা জিনিস শেয়ার করব যা আপনাদের খুবই ভাল লাগবে। অনলাইনে ইনকামের অন্যতম সহজ এবং জনপ্রিয় মাধ্যাম হল ব্লগ সাইট বা অ্যাফেলিয়েট সাইট দিয়ে ইনকাম করা। সাইট দিয়ে ইনকাম করতে হলে দরকার হবে সাইটে প্রচুর পরিমাণে ভিজিটর আনা। আর সাইটে ভিজিটর আনতে দরকার ভাল মানের কিওয়ার্ড । ভাল মানের কিওয়ার্ড পেতে হলে দরকার হবে খুব ভাল ভাবে কিওয়ার্ড রিসার্স জানাটা। আজ আমি আপনাদের শেয়ার করব কিওয়ার্ড রিসার্স কি এবং কিভাবে কিওয়ার্ড রিসার্স করতে হয়।

কিওয়ার্ড রিসার্স
keyword-researchসার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনার ব্লগে প্রমোট বা অ্যাফিলিয়েট করা পণ্য বা সেবা সম্পর্কে আপনার প্রকাশিত কনটেন্ট এ ভিজিটর আনতে পরোক্ষভাবে আপনার অ্যাফিলিয়েট পণ্য বিক্রি করতে কিওয়ার্ড রিসার্চ একটি জরুরী বিষয়। একটি প্রিন্সিপাল কিওয়ার্ড ছাড়া সার্চ ইঞ্জিনের প্রথম দিকে আসা মুশকিল। এক্ষেত্রে আপনি কিওয়ার্ড রিসার্চ টুলের মাধ্যমে আপনার পছন্দের পণ্যটির ভবিষৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারেন। কিওয়ার্ড রিসার্চের সবচেয়ে প্রধান বিষয় হলো একটি লাভবান কিওয়ার্ড খুঁজে বের করা যেটি সম্পর্কে আপনি ব্লগ বা সাইটের কনটেন্ট ডেভেলপ করবেন। আর এর জন্য একটু ভালো গবেষনা করা প্রয়োজন।কিছু কিওয়ার্ড লিস্ট তৈরি করা প্রয়োজন। এখানে কিওয়ার্ড লিস্ট তৈরি করার কয়েকটি ধাপের কথা উল্লেখ করা হলো-

আপনার পণ্য সংশ্লিষ্ঠ কিওয়ার্ড হতে হবে
সার্চ ভলিয়াম কেমন সেটাও দেখা জরুরি
কিওয়ার্ডটির অনেক চাহিদা থাকতে হবে বিশেষ করে একশন কিওয়ার্ড
সার্চে ঐ বিষয়ে যত কম রেজাল্ট দেখাবে তত ভালো
কিওয়ার্ডটির কম্পিটীশন কম থাকা বাঞ্চনিয়
সার্চ ইঞ্জিনে প্রতিযোগিতায় অবশ্যই আপনাকে সহজভাবে জিততে

আজ এখানে শেষ করছি। সামনে আপনাদের কাছে আরও নতুন কিছু নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভাল থাকবেন।

Leave a Comment