বিদ্যুৎ সংরক্ষনের জন্য কি কি করা যায়?

বিদ্যুৎ সাশ্রয়ে শুধু সরকারের সময় পরিবর্তন করলেই চলবেনা, প্রয়োজন সচেতনতা। কয়েকটি অপচয়ের খাতের কথা উল্লেখ করলাম। আশা করি আমরা সবাই বিদ্যুৎ সাশ্রয়ে যত্নবান হবো।

  • ০১. কাজ না থাকলে আপনার কম্পিউটার / ল্যাপটপ বন্ধ রাখুন।
  • ০২. চার্জ শেষ হলে মোবাইল ফোন চার্জার খুলে রাখুন।
  • ০৩. অব্যবহৃত ঘরের লাইট বন্ধ করে রাখুন। আলোর সমস্যা হলে দিনের আলো ব্যবহার করার জন্য জানালার পর্দা খুলে দিন।
  • ০৪. হিটার, ওভেন ব্যবহার পরিহার করুন বা ব্যবহারে মিতব্যয়ী হোন।
  • ০৫. পাওয়ার সেভার লাইট ব্যবহার করুন।
  • ০৬. পরিবেশটা ঠান্ডা মনে হলে আপনার এসি বন্ধ রাখুন।
  • ০৭. আমরা অনেকেই টেলিভিশন চালু করে ঘর ত্যাগ করি। অন্যরাও দেখে না অথচ চলছে তো চলছেই… তাই টিভি না দেখলে শুধু শুধু ছেড়ে রাখবেন না।
  • ০৮. এসি চালু অবস্থায় দড়জা, জানালা বন্ধ রাখুন।

Leave a Comment