স্ট্রিং টাইপ ডাটা (String type data)

যে কোন ওয়েব সাইটই তৈরি করা হয় তথ্য ধারণ এবং প্রকাশের উদ্দেশ্যে, আর ওয়েব সাইটের মাধ্যমে যা প্রকাশ করা হয় তার বেশির ভাগই স্ট্রিং টাইপের ডাটা। কারণ সাধারণ অর্থে স্ট্রিং হল কতগুলো ক্যারেক্টারের সমষ্টি। কোন শব্দ, বাক্য, প্যারাগ্রাফ, শিরোনাম ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে স্ট্রিং ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় সংখ্যাকেও অক্ষর বা ক্যরেক্টার হিসেবে প্রকাশ করার প্রয়োজন পড়ে। যেমন ফোন নাম্বার, বাড়ির নাম্বার, রোড নাম্বার ইত্যাদি লেখার সময় সংখ্যা গুলোকে অক্ষর বা ক্যরেক্টার হিসেবে বিবেচনা করা হয় আর এগুলো প্রকাশ করার জন্য পি এইচ পি তে স্ট্রিং টাইপের ডাটা ব্যবহার করা হয়।

 

পি এইচ পি তে স্ট্রিং লেখার নিয়ম


পি এইচ পি তে স্ট্রিং লেখার জন্য তিনটি পদ্ধতি রয়েছে।
  • ডাবল কোটেশন (“……………”) দ্বারা স্ট্রিং লেখা
  • সিঙ্গেল কোটেশন  (‘……………’) দ্বারা স্ট্রিং লেখা
  • Here-Docs স্টাইল পদ্ধতিতে স্ট্রিং লেখা

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background: #00cc99 ; color: #000000;}
h2{color: #663300;}
h1{color: #CC00CC;}
</style>

</head>
<body>
<?php
$site="Welcome to www.tutorialbd.com.";
echo $site;
echo "<br />";
echo "<br />";
?>
<?php
$site1='Welcome to www.tutohost.com.';
echo $site1;
echo "<br />";
echo "<br />";
?>
<?php
$hdoc = <<<DEMO
This is an example of hore-docs style string.<br />
This is the second line of hore-docs style string.
DEMO;
echo $hdoc;
?>

</body>

</html>

উপরের কোডটুকু একটা nptepad এ লেখার পর File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করার পর File name এ index.php দিয়ে Save as type এ All files সিলেক্ট করে Save এ ক্লিক করে Save করতে হবে। index.php ফাইলটিকে C:\xampp\htdocs অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এ কাজটিকে সহজে করার জন্য htdocs ফোল্ডারটিকে Shortcut করে Desktop এ রেখে দেয়া যেতে পারে। XAMPP Running অবস্থায় থাকলে index.php  ফাইলটি ব্রাউজারে দেখানোর জন্য এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php । আর যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php । তাহলে ব্রাউজারে নিচের ছবির মত দেখাবে।


লেখকঃ অসীম কুমার
তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। টিউটোরিয়ালবিডি ও বিজ্ঞানপ্রযুক্তি ব্লগে তিনি ইলেক্ট্রনিক্স সহ বিভিন্ন টেকনোলজি বিষয়ে লিখে থাকেন। বর্তমানে তিনি লেখাপড়ার পাশাপাশি টিউটোহোস্টে কর্মরত আছেন।
All right reserved 2010-2017 | Facebook Page | Facebook Group