পি এইচ পি প্রোগ্রামিং এর জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ

এইচ টি এম এল (HTML) দ্বারা তৈরিকৃত স্ট্যাটিক ওয়েব পেজ ব্রাউজারে সরাসরি প্রদর্শিত হয়, কিন্তু PHP প্রথমে সার্ভার কতৃক কম্পাইল হয়ে ব্রাউজারে প্রদর্শণের পূর্বে HTML এ রূপান্তরিত হয়ে প্রদর্শিত হয়। এজন্য পি এইচপিতে লেখা প্রোগ্রাম তথা index.php এর অনুরূপ (.php) ডট পি এইচ পি এক্সটেনশন যুক্ত ফাইল ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করার জন্য অবশ্যই সার্ভার ব্যবহার করতে হবে। একটা প্রশ্ন মনে হতে পারে, পি এইচ পি তে যে কোন কাজ করার জন্যই কি সার্ভার প্রয়োজন? আর এজন্য কি ওয়েবে হোস্টিং স্পেস থাকতে হবে? প্রশ্নটির উত্তর হচ্ছে, পি এইচ পি তে যে কোন কাজ করার জন্যই সার্ভার প্রয়োজন কিন্তু এজন্য ওয়েবে হোস্টিং স্পেস না থাকলেও চলবে। কারণ পি এইচ পি প্রোগ্রামাররা প্রথমে তাদের লোকাল কম্পিউটারে সোর্সকোড ডেভলপ করেন এরপর তা ওয়েব সার্ভারে আপলোড করেন। লোকাল কম্পিউটারে কাজ করার জন্য লোকাল সার্ভার ব্যবহার করা হয়। সবচেয়ে জনপ্রিয় লোকাল সার্ভার হচ্ছে এপাচি(Apache)। কম্পিউটারে লোকাল সার্ভারের সাথে সাথে পি এইচ পি (PHP) এবং ডাটাবেজ তৈরির জন্য মাই এস কিউ এল(MySql) ও ইন্সটল করতে হবে।


পি এইচ পি এবং এইচ টি এম এল দ্বারা লেখা একটি প্রোগ্রাম

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background:#FFC;}
h2{color:#F03;}
h1{color:#C60;}
</style>

</head>
<body>
<?php
echo "<h1>We are learning PHP</h1>";
echo "<br />";
echo "<h2>Welcome to www.tutorialbd.com.</h2>";
?>
</body>

</html>


লেখকঃ অসীম কুমার
তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। টিউটোরিয়ালবিডি ও বিজ্ঞানপ্রযুক্তি ব্লগে তিনি ইলেক্ট্রনিক্স সহ বিভিন্ন টেকনোলজি বিষয়ে লিখে থাকেন। বর্তমানে তিনি লেখাপড়ার পাশাপাশি টিউটোহোস্টে কর্মরত আছেন।
All right reserved 2010-2017 | Facebook Page | Facebook Group