৮.১ ডাটা টাইপ (Data type)

যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজের জন্যই ডাটা টাইপ একটি গুরুত্বপূর্ণ বিষয়, পি এইচ পি এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। পি এইচ পি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ায় পি এইচ পি দিয়ে বিভিন্ন ধরণের গানিতিক এবং লজিক্যাল স্টেটমেন্ট এক্সিকিউশনের মাধ্যমে কাজ করা হয়। তবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজের সাথে কিছুটা পার্থক্য আছে, যেমন প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে ডাটা টাইপ প্রথমেই ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় উল্লেখ করে দিতে হয়, কিন্তু পি এইচ পি তে তার প্রয়োজন নেই। পি এইচ পি তে মোটামটি ডাটা টাইপকে ছয় শ্রেণীতে বিভক্ত করা যায়। যথা

  • Intiger  (ইন্টিজার)
  • Float / Double (ফ্লট বা ডাবল)
  • Boolean  (বুলিয়ান)
  • String (স্ট্রিং)
  • Array (এরে)
  • Object (অবজেক্ট)

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background: #00cc99 ; color: #000000;}
h2{color: #663300;}
h1{color: #CC00CC;}
</style>

</head>
<body>
<?php
$x=300;
echo $x;
echo “<br />”;
$y=-750;
echo $y;
echo “<br />”;
?>
<?php
$p=987.64;
echo $p;
echo “<br />”;
$q=-879.65;
echo $q;
echo “<br />”;
?>
<?php
$m=false;
echo $m;
echo “<br />”;
$n=true;
echo $n;
echo “<br />”;
?>
</body>

</html>

উপরের কোডটুকু একটা nptepad এ লেখার পর File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করার পর File name এ index.php দিয়ে Save as type এ All files সিলেক্ট করে Save এ ক্লিক করে Save করতে হবে। index.php ফাইলটিকে C:\xampp\htdocs অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এ কাজটিকে সহজে করার জন্য htdocs ফোল্ডারটিকে Shortcut করে Desktop এ রেখে দেয়া যেতে পারে। XAMPP Running অবস্থায় থাকলে index.php  ফাইলটি ব্রাউজারে দেখানোর জন্য এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php । আর যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php । তাহলে ব্রাউজারে নিচের ছবির মত দেখাবে।

  • উপরের প্রোগ্রামটিতে $x=256; এর অনুরূপ বিভিন্ন ধরণের ভেরিয়েবল ঘোষণা করা হয়েছে।

Leave a Comment