১২. এরে (Array)

সহজ ভাষায় এরে (Array) হচ্ছে তালিকাযুক্ত ভেরিয়েবল বা ভেরিয়েবলের সারণী। ভেরিয়েবল হচ্ছে ডাটা জমা রাখার জন্য সংরক্ষিত স্থান। কিন্তু সাধারণ ভেরিয়েবলের মাধ্যমে শুধুমাত্র একটা ডাটা জমা রাখা যায়। কিন্তু একই ধরণের অসংখ্য ভেরিয়েবলকে আলাদা আলাদা নামে ডিক্লেয়ার করা একটা জটিল প্রক্রিয়া। এই সমস্যা এরে ব্যবহার করে দূর করা যায়। যেখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল নামই যথেষ্ঠ। উদাহরণ হিসেবে $name0=”Rahim”; $name1=”Karim”; $name2=”Abdulla”; $name=”Manik”; এর পরিবর্তে $name = array(“Rahim”,”Karim”,”Abdulla”,”Manik”); ব্যবহার করলে একই কাজ হবে।

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background: #00cc99 ; color: #000000;}
</style>

</head>
<body>
<?php
echo “<h2> Example of manual variable </h2>”;
$name0 = “Rahim”;
$name1 = “Karim”;
$name2 = “Abdulla”;
$name3 = “Manik”;
echo $name0;
echo “<br />”;
echo $name1;
echo “<br />”;
echo $name2;
echo “<br />”;
echo $name3;
echo “<br />”;
?>
<?php
echo “<h2> Example of Array </h2>”;
$name = array(“Rahim”,”Karim”,”Abdulla”,”Manik”);
echo $name[0];
echo “<br />”;
echo $name[1];
echo “<br />”;
echo $name[2];
echo “<br />”;
echo $name[3];
echo “<br />”;
?>
</body>

</html>

উপরের কোডটুকু একটা nptepad এ লেখার পর File মেনুতে ক্লিক করে Save as এ ক্লিক করার পর File name এ index.php দিয়ে Save as type এ All files সিলেক্ট করে Save এ ক্লিক করে Save করতে হবে। index.php ফাইলটিকে C:\xampp\htdocs অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এ কাজটিকে সহজে করার জন্য htdocs ফোল্ডারটিকে Shortcut করে Desktop এ রেখে দেয়া যেতে পারে। XAMPP Running অবস্থায় থাকলে index.php  ফাইলটি ব্রাউজারে দেখানোর জন্য এড্রেস বারে লেখতে হবে http://localhost/index.php । আর যদি htdocs ফোল্ডারের মধ্যে কোন নতুন ফোল্ডার যেমন site নামে একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে index.php ফাইলটিকে রাখা হয় তাহলে ব্রাউজারের এড্রেস বারে লেখতে হবে http://localhost/site/index.php । তাহলে ব্রাউজারে নিচের ছবির মত দেখাবে।

Leave a Comment