ফন্ট ফ্যামিলি (Font family)|সি এস এস বাংলা টিউটোরিয়াল

ফন্ট (Font)

একটা ওয়েব সাইটের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীকে প্রয়োজনীয় তথ্য সেবা প্রদান করা। কোন ওয়েব সাইটে তথ্য প্রদর্শনের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে টেক্সট । সাইটে কোথায় কি ধরণের টেক্সট ব্যবহার করা হবে, আকার আকৃতি কেমন হবে এ সকল কিছুই নিয়ন্ত্রিত হয় সি এস এস  এর ফন্ট এর মাধ্যমে। টেক্সট এর ফন্ট স্টাইল তৈরির জন্য বেশ কয়েকটি বিষয় Declaration এ উল্লেখ করতে হয়। এগুলো হচ্ছে

  • ফন্ট ফ্যামিলি (Font family)
  • ফন্ট সাইজ(Font size)
  • ফন্ট ভেরিয়েন্ট (Font variant)
  • ফন্ট ওয়েট (font-weigh)


ফন্ট ফ্যামিলি (Font family)

টেক্সট সমূহে কি ধরণের ফন্ট ব্যবহার করা হবে, তা নির্দেশ করার জন্য ফন্ট ফ্যামিলি ব্যবহার করা হয়। টেক্সট সমূহের জন্য Arial  ফন্ট সিলেক্ট করার জন্য Declaration করতে হবে font-family:Arial; অনুরূপভাবে Tahoma ফন্ট সিলেক্ট করার জন্য Declaration করতে হবে font-family:Tahoma; । অনেক সময় টেক্সট সমূহের জন্য একটির পরিপূরক হিসেবে একাধিক ফন্ট Declaration এ উল্লেখ করা হয় যেমন font-family:Verdana, Geneva, Tahoma;  । যখন ব্রাউজার প্রথম ফন্ট সাপোর্ট করবে না তখন টেক্সট সমূহ ২য় বা ৩য় ফন্টে প্রদর্শিত হবে।

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background:#090}
h1{font-family:Arial;}
h2{font-family:Tahoma; color: #C00}
p{ font-family:Verdana, Geneva, Tahoma}
</style>

</head>
<body >
<h1>This text is written by Arial font.</h1>
<h2>This text is written by Tahoma font.</h2>
<p>Normaly,this text is written by Verdana font, But when browser does not support Verdana font, this text will be displayed by Geneva font or Tahoma font. </p>
</body>
</html>

একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।



লেখকঃ অসীম কুমার
তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। টিউটোরিয়ালবিডি ও বিজ্ঞানপ্রযুক্তি ব্লগে তিনি ইলেক্ট্রনিক্স সহ বিভিন্ন টেকনোলজি বিষয়ে লিখে থাকেন। বর্তমানে তিনি লেখাপড়ার পাশাপাশি টিউটোহোস্টে কর্মরত আছেন।

কপি রাইট © ২০১১থেকে যতদিন চলবে সর্বস্বত্ত্ব সংরক্ষিত