ইন-লাইন স্টাইল শীট| সি এস এস বাংলা টিউটোরিয়াল

ইন-লাইন স্টাইল শীট

এ পদ্ধতিতে এইচ টি এম এল এর প্রতিটা ট্যাগের এট্রিবিউটস হিসেবে style এট্রিবিউটস যুক্ত করে এর মধ্যে  সি এস এস এর জন্য প্রয়োজনীয় Declaration সমূহ যুক্ত করা হয়। যেমন<p style="color:#066; font-family:Tahoma;  text-align:justify;">

অনুশীলন প্রজেক্ট


HTML Code

<html>
<head>
<title> Selectors</title>
</head>
<body >
<h1>www.tutohost.com</h1>

<p style="color:#066; font-family:Tahoma;  text-align:justify;">

We are bangladeshi Hostgator hosting provider. The world wide technical and support team is working for your best movement. </p>
</body>
</html>

একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।


কখন ইন-লাইন স্টাইল শীট ব্যবহার করা উচিৎ

কোন ওয়েব পেজের ডিজাইন তৈরির জন্য যখন এক্সটার্নাল ইস্টাইল শীট বা ইমবেডেড স্টাইল শীট থাকে অথবা কোন স্টাইল শীটই থাকে না এক্ষেত্রে কোন বিশেষ HTML ট্যাগের স্টাইল নির্ধারণের জন্য ইনলাইন স্টাইল শীট ব্যবহার করা উচিৎ ।

লেখকঃ অসীম কুমার
তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। টিউটোরিয়ালবিডি ও বিজ্ঞানপ্রযুক্তি ব্লগে তিনি ইলেক্ট্রনিক্স সহ বিভিন্ন টেকনোলজি বিষয়ে লিখে থাকেন। বর্তমানে তিনি লেখাপড়ার পাশাপাশি টিউটোহোস্টে কর্মরত আছেন।

কপি রাইট © ২০১১থেকে যতদিন চলবে সর্বস্বত্ত্ব সংরক্ষিত