ইমেজ গ্যালারির বৈশিষ্ট্য সমূহ | সি এস এস বাংলা টিউটোরিয়াল

ইমেজ গ্যালারির বৈশিষ্ট্য সমূহ

একটা ইমেজ গ্যলারিতে বিভিন্ন ধরণের ফিচার বা বৈশিষ্ট্য থাকতে পারে। বর্তমানে CSS3 ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট ইমেজ গ্যালারিতে যুক্ত করা হচ্ছে।এখানে CSS3 নয়, CSS ব্যবহার করে কি ধরণের ইমেজ গ্যালারি তৈরি করা যায় এবং এতে কি ধরণের ফিচার যুক্ত করা যায় এক নজরে দেখে নেয়া যাক।


HTML এবং CSS দ্বারা তৈরিকৃত একটি ইমেজ গ্যালারি




ইমেজ গ্যালারির ফিচার সমূহ


  • সম্পূর্ণ ইমেজ গ্যালারির একটা নির্দিষ্ট এরিয়া, ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার থাকবে।
  • ইমেজ গ্যালারিতে নির্দিষ্ঠ সংখ্যক, নির্দিষ্ট সাইজের ছোট আকৃতির ইমেজ থাকবে।
  • প্রত্যেকটি ইমেজে নির্দিষ্ঠ রং এর বর্ডার থাকবে।
  • প্রত্যেকটি ইমেজের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে তা বড় করে প্রদর্শনের জন্য একটি কমন গ্যালারি স্ক্রিন থাকবে।
  • গ্যালারি স্ক্রিনের নির্দিষ্ট এরিয়া, ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার থাকবে।
  • প্রত্যেকটি ইমেজের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে, ছোট আকৃতির ইমেজ সমূহের বর্ডার পরিবর্তন হবে।
  • গ্যালারি স্ক্রিনের মধ্যে যে বড় আকৃতির ইমেজ সমূহ প্রদর্শিত হবে তা নির্দিষ্ট আকারের হবে।
  • গ্যালারি স্ক্রিনের মধ্যে যে বড় আকৃতির ইমেজ সমূহ প্রদর্শিত হওয়ার সময় প্রতিটি ইমেজের নিচে ইমেজ সম্পর্কিত কিছু লেখা থাকবে।
লেখকঃ অসীম কুমার
তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। টিউটোরিয়ালবিডি ও বিজ্ঞানপ্রযুক্তি ব্লগে তিনি ইলেক্ট্রনিক্স সহ বিভিন্ন টেকনোলজি বিষয়ে লিখে থাকেন। বর্তমানে তিনি লেখাপড়ার পাশাপাশি টিউটোহোস্টে কর্মরত আছেন।

কপি রাইট © ২০১১থেকে যতদিন চলবে সর্বস্বত্ত্ব সংরক্ষিত