লিস্টে ইমেজের ব্যবহার| সি এস এস বাংলা টিউটোরিয়াল

লিস্টে ইমেজের ব্যবহার

লিস্টে যেকোন সিম্বলের পরিবর্তে ছোট আকারের ইমেজ ব্যবহার করা যায়।নেভিগেশন বারে লিস্টের ব্যবহার খুবই জনপ্রিয়। সাধারণত সাইডবার নেভিগেশনে ব্যবহৃত লিস্টে লিস্ট স্টাইল হিসেবে ইমেজের ব্যবহার বেশি দেখা যায়।লিস্ট স্টাইল হিসেবে ইমেজ ব্যবহারের জন্য Declaration  করতে হবে list-style-image:url(images/b.png)।




অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background:#c9f3fa; margin-left:120px;}
h1{color:#F00;}
ul{list-style-image:url(images/b.png)}

</style>

</head>
<body >
<h1>List Style Image</h1>
<ul id="disc">
<li><a href="www.tutohost.com">Home</a></li>
<li><a href="www.tutohost.com">About Us</a></li>
<li><a href="www.tutohost.com">HTML</a></li>
<li><a href="www.tutohost.com">CSS</a></li>
<li><a href="www.tutohost.com">PHP</a></li>
<li><a href="www.tutohost.com">Contact Us</a></li>
</ul>
</body>
</html>

কার্যপ্রণালী

imstyle নামে একটা folder তৈরি করে তার মধ্যে images নামে নতুন একটা folder তৈরি করতে হবে। images folder এর মধ্যে যে ইমেজটি লিস্টে প্রদর্শন করা হবে তা রাখতে হবে।এই প্রজেক্টটিতে b.png নামে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে।ইমেজটির ডাউনলোড লিংক https://tutorialbd.com/css/images/pic/b.png ।এর পর imstyle নামে তৈরি folder এর মধ্যে একটা নোটপ্যাড open করে উপরের code টুকু লিখে file মেনু থেকে Save as এ ক্লিক করে File name: index.html , Save as type : All files, দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।



লেখকঃ অসীম কুমার
তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। টিউটোরিয়ালবিডি ও বিজ্ঞানপ্রযুক্তি ব্লগে তিনি ইলেক্ট্রনিক্স সহ বিভিন্ন টেকনোলজি বিষয়ে লিখে থাকেন। বর্তমানে তিনি লেখাপড়ার পাশাপাশি টিউটোহোস্টে কর্মরত আছেন।

কপি রাইট © ২০১১থেকে যতদিন চলবে সর্বস্বত্ত্ব সংরক্ষিত