টেবিল ওয়াইডথ এন্ড হাইট | সি এস এস বাংলা টিউটোরিয়াল

টেবিল ওয়াইডথ এন্ড হাইট (Table Width and Height)

টেবিল ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়টি প্রথমে চিন্তা করতে হয়, তা হচ্ছে টেবিলটি কতটুকু চওড়া হবে এবং এর উচ্চতা কতটুকু হবে, টেবিল হেডার তথা প্রথম সারির প্রতিটা সেল কেমন হবে। টেবিলের চওড়া কেমন হবে এবং এর উচ্চতা নির্ধারণের জন্য স্টাইল শীটে লেখতে হবে,



table
{
width:300px; height:100px;
}

 

মানসমূহ px তথা পিক্সেলে অথবা পেজের শতকরা হিসেবে দেয়া যেতে পারে।যেমন,

table
{
width:50%; height:20%;
}

শতকরা হিসেবে মান দিলে মনিটরের সাইজ অনুসারে টেবিলের আকার পরিবর্তিত হবে কিন্তু পিক্সেলে মান দিলে কোন পরিবর্তন হবে না।
টেবিল হেডার তথা প্রথম সারির প্রতিটা সেল এর উচ্চতা নির্ধারণের জন্য স্টাইল শীটে লেখতে হবে,

th
{
height:50px;
}

এক্ষেত্রেও মানসমূহ px তথা পিক্সেলে অথবা পেজের শতকরা হিসেবে দেয়া যেতে পারে। সাধারণত টেবিল হেডার তথা প্রথম সারির প্রতিটা সেল এর উচ্চতা নির্ধারণ করে দিলে বাকি সেল গুলোর আকার টেবিলের width দ্বারা নির্ধারিত হয়।

অনুশীলন প্রজেক্ট

<html>
<head>
<title> www.tutohost.com</title>
<style>
body{background:#00CC99;margin-left:120px; }
table{
border-collapse:collapse;
}
table,th,td
{
border:1px solid #F00;
}
table
{
width:300px; height:100px;
}

th
{
height:50px;
}

</style>
</head>
<body >
<table>
<tr>
<th>SL</th>
<th>Book</th>
<th>Pen</th>
<th>Box</th>
</tr>
<tr>
<td>01</td>
<td>100</td>
<td>200</td>
<td>400</td>
</tr> <tr>
<td>02</td>
<td>300</td>
<td>600</td>
<td>300</td>
</tr>
</table>
</body>
</html>

একটা  নোটপ্যাড  open  করে  উপরের code  টুকু  লিখে  file  মেনু  থেকে  Save as এ ক্লিক করে File name:  index.html  ,   Save as type : All files,  দিয়ে save করে index.html ফাইলটি Mozilla Firefox দিয়ে open করলে নিচে প্রদর্শিত ছবির মত দেখাবে।


লেখকঃ অসীম কুমার
তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। টিউটোরিয়ালবিডি ও বিজ্ঞানপ্রযুক্তি ব্লগে তিনি ইলেক্ট্রনিক্স সহ বিভিন্ন টেকনোলজি বিষয়ে লিখে থাকেন। বর্তমানে তিনি লেখাপড়ার পাশাপাশি টিউটোহোস্টে কর্মরত আছেন।

কপি রাইট © ২০১১থেকে যতদিন চলবে সর্বস্বত্ত্ব সংরক্ষিত