ইমেজ গ্যালারি (Image Gallery)| সি এস এস বাংলা টিউটোরিয়াল

ইমেজ গ্যালারি (Image Gallery)

ইমেজ গ্যালারি হচ্ছে ওয়েব পেজে ইমেজ প্রদর্শনের একটা বিশেষ পদ্ধতি।ফ্যাশান ডিজাইন, কমার্শিয়াল ওয়েব সাইট, ইনটেরিয়র, এক্সটরিয়ার ডিজাইন, সেলস সেন্টার, স্কুল-কলেজ, অরগানাইজেশন, ওয়েব ডেভলপমেন্ট এবং ডিজাইন ভিত্তিক ওয়েব সাইট সমূহে তাদের প্রোডাক্ট, প্রজেক্ট, ডিজাইন, বিভিন্ন ইভেন্ট, অনুষ্ঠান এর ছবি ওয়েব গ্যালারির মাধ্যমে প্রদর্শন করে থাকেন।একসাথে অনেকগুলো ছবি প্রদর্শনের মাধ্যম ও বলা যেতে পারে। সাধারণত ওয়েব গ্যালারিতে ছোট ছোট সাইজের অনেকগুরো ছবি প্রদর্শন করা হয়। একজন ব্যবহারকারী যে ছবিটা ভালভাবে দেখতে চায় সেই ছবির উপর মাউস পয়েন্টার নিয়ে গেলে তা বড় আকারে প্রদর্শন করে।  

একটা সাধারণ ইমেজ গ্যালারি


লেখকঃ অসীম কুমার
তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছেন। টিউটোরিয়ালবিডি ও বিজ্ঞানপ্রযুক্তি ব্লগে তিনি ইলেক্ট্রনিক্স সহ বিভিন্ন টেকনোলজি বিষয়ে লিখে থাকেন। বর্তমানে তিনি লেখাপড়ার পাশাপাশি টিউটোহোস্টে কর্মরত আছেন।

কপি রাইট © ২০১১থেকে যতদিন চলবে সর্বস্বত্ত্ব সংরক্ষিত