What is jQuery?|জে-কোয়েরী বাংলা টিউটোরিয়াল

জে-কোয়েরী কি ?(What is jQuery ?)


jQuery হলো JavaScript এর সবচেয়ে জনপ্রিয় Framework । বিভিন্ন ব্রাউজার JavaScript কে execute করে ব্রাউজারে ফলাফল প্রদর্শন করার জন্য বিভিন্ন কৈশল অবলম্বন করে, jQuery এই কৈশল গুলোকে একটা একক(unique) format এ নিয়ে আসে । এর ফলে এখানে খুব সহজেই JavaScript এর code লেখা যায়। jQuery কে ক্রস-ব্রাউজার JavaScript লাইব্রেরি ও বলা হয়।

যেমন , অনেক ব্রাউজার ":nth-child(n)" এ ধরনরে Pseudo-class support করেনা, এ গুলি আমরা সহজেই jQuery এর মাধ্যমে support করাতে পারি। যেমন :

$('ul.emphasis').children('li').first().addClass('arif'); এ ক্ষেত্রে ul.emphasis এর অধীনে প্রথম li তে arif class টি যুক্ত হবে। একই কাজ এই css দ্বারা সম্পূর্ন হবে। কিন্তু পার্থক্য হলো css code টি অনেক ব্রাউজার support করবেনা, jQuery code টি সব ব্রাউজার support করবে।
Next >>

লেখকঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের(DUET) কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং(CSE) বিভাগের ৪র্থ বর্ষের এক জন ছাত্র। তিনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট এর বিভিন্ন বিষয় যেমন : এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরি, পিএইচপি, .Net ইত্যাদি বিষয়ের উপর অভিজ্ঞ। তিনি ACM ICPC সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগীতায় অংশগ্রহন করেছেন। তাকে ফেসবুকে অনুসরন করতে এখানে ক্লিক করুন।

কপি রাইট © ২০১১-২০১২ সর্বস্বত্ত্ব সংরক্ষিত, টিউটরিয়ালবিডি, একটি টিউটো ওয়েবস প্রতিষ্ঠান.