অল সিলেক্টর (All Selector)

অল সিলেক্টর (All Selector):

অল সিলেক্টর কে * প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। ইহা DOM এর সকল উপাদান কে select করে (Selects all elements available in a DOM)।একে universal selector ও বলা হয়।যদি ইহা কোন HTML element এর সাথে ব্যবহার করা হয় তবে ইহা ঐ specified element এর সকল child element সিলেক্ট করবে।


Syntax : $("*")

Example :

  1. $('*') -  ডকুমেন্টের সকল উপাদান select করবে।
  2. $("p > *") – যেসকল উপাদান paragraph element এর children(paragraph tag এর মধ্যের উপাদান) তাদেরকে Select করবে।
  3. 3. table > *:not(thead)- ইহা thead ছাড়া টেবিলের সকল উপাদান নির্বাচন করবে।
  4. উদাহরন ১:

    নিচের program টি head এবং body সহ document এর সকল HTML উপাদানকে গননা করবে।
    <!DOCTYPE html>
    <html>
    <head>
      <style>
      h3 { margin: 0; }
      div,span,p {
        width: 80px;
        height: 40px;
        float:left;
        padding: 10px;
        margin: 10px;
        background-color: #EEEEEE;
      }
      </style>
      <script src="http://code.jquery.com/jquery-latest.js"></script>
    </head>
    <body>
      <div>DIV</div>
    
      <span>SPAN</span>
      <p>P <button>Button</button></p>
    <script>
    var elementCount = $("*").css("border","3px solid red").length;
    $("body").prepend("<h3>" + elementCount + " elements found</h3>");
    </script>
    
    </body>
    </html>
    

    ফলাফল(output):

    Selector Example

    উদাহরন ২:

    নিচের program টি শুধু body এর সকল HTML উপাদানকে সিলেক্ট করবে।
    <!DOCTYPE html>
    <html>
    <head>
    <script src="http://code.jquery.com/jquery-latest.js"></script>
    <script type="text/javascript">
    $(document).ready(function(){
      $("body *").css("background-color","red");
    });
    </script>
    </head>
    <body>
    <h1>I am h1</h1>
    <p class="intro">I am p with class "intro"</p>
    <p>I am only p</p>
    </body>
    </html>
    

    ফলাফল(output):

    Selector Example



    লেখকঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের(DUET) কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং(CSE) বিভাগের ৪র্থ বর্ষের এক জন ছাত্র। তিনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট এর বিভিন্ন বিষয় যেমন : এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরি, পিএইচপি, .Net ইত্যাদি বিষয়ের উপর অভিজ্ঞ। তিনি ACM ICPC সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগীতায় অংশগ্রহন করেছেন। তাকে ফেসবুকে অনুসরন করতে এখানে ক্লিক করুন।

কপি রাইট © ২০১১-২০১২ সর্বস্বত্ত্ব সংরক্ষিত, টিউটরিয়ালবিডি, একটি টিউটো ওয়েবস প্রতিষ্ঠান.