জে-কোয়েরী অবজেক্ট এ্যাস্কেসর(jQuery Object Accessors)

জে-কোয়েরী অবজেক্ট এ্যাস্কেসর(jQuery Object Accessors):


আমি jQuery Object Accessors সর্ম্পকে বলব,এর অর্থ থেকেই হয়তবুজে গিয়েছেন এদের কাজ হল document এর object গুলোকে access করা।
নিচের কোডটুকুতে আমি নামের একটা link খুজছি যেটাতে click করলে পুরো document-এ যতগুলো div element আছে তাদের সবার color red না থাকলে red কর,আর red থাকলে এদের আগে যে color ছিল তা কর।
এখন আপনার প্রশ্ন হতে পারে document এ ত আরো অনেক link থাকতে পারে তখন?উত্তর হল সে সময় আপনি যদি প্রতিটা link এর id বা class আলাদা করে দেন তাহলে পরবর্তীতে দেখবেন কিভাবে আপনি এই id বা class এর মাধ্যমে specifically কোনলিঙ্ক element কে select করে action assign করতে পারবেন।

$("a").click(function () {
	$("div").each(function (i) {
		if (this.style.color != "red") {
		this.style.color = "red";
		} else {
		this.style.color = "";
	}
	});
});

আপনি যদি dom বুঝেন তাহলে লক্ষ করলে দেখবেন উপরের এই কাজটুকু যদি করতে আপনাকে হয়ত 10-20 বা আরো বেশি লাইনের বেশি code লেখতে হতে পারে।তার চেয়ে এটা ব্যবহার করা সহজ নয় কি?

$(document.body).click(function () {
		$(document.body).append($("
")); var n = $("div").size(); $("span").text("There are " + n + " divs." + "Click to add more."); }).click(); // trigger the click to start

এখানে দেখুন আপনি যখন document.body তে click করবেন তখন document.body তে আমি $(html) এর মাধ্যমে একটি element add করছি।তবে এবার করছি একটু ভিন্নভাবে।একটু খেয়ালকরলে দেখবেন দুটা আসলে একই।এখন ভাবুনতো আমি আপনাকে দেব আর আপনি আমার কাছ থকে নিবেন ,এ দুটার মধ্যে পার্থক্য কি?হা হা হা,একই তাই না?প্রথম আমি element তৈ্রি করে তা document body তে append করতে বলেছি এখন document body তে append করতে বলছি div নামের একটা element কে। তারপর n নামের একটি variable এর ভেতর total document এ কতগুলো div element আছে তা গননা করে একটা integer মান রাখছি size() function এর মাধ্যমে।
তারপর "span" নামের কোন element থাকলে এর ভেতর text এর মাধ্যমে লেখছি div কয়টা আছে।আর সবশেষে আমি নিজেই একটা click করে দিচ্ছি document ready হওয়ার সাথে সাথে click() এর মাধ্যমে "একে সাধারন ভাষায় বলে trigger করা"।এখন আপনি লক্ষ করে দেখবেন আপনি যতবার click করছেন ততবার একটি করে div add হচ্ছে আপনার document এ, এবং span এর ভেতর লেখাও প্রতিবার change হচ্ছে। সবচেয়ে ভাল হয় আপনি যদি css এর মাধ্যমে div এর color দিয়ে দিন ।এবার আপনি নিচের কোড ও output দেখুন।

উদাহরণ Code:




	
	
	
	
	





]]>

Output :


<< Previous Next >>

লেখকঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের(DUET) কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং(CSE) বিভাগের ৪র্থ বর্ষের এক জন ছাত্র। তিনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট এর বিভিন্ন বিষয় যেমন : এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরি, পিএইচপি, .Net ইত্যাদি বিষয়ের উপর অভিজ্ঞ। তিনি ACM ICPC সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগীতায় অংশগ্রহন করেছেন। তাকে ফেসবুকে অনুসরন করতে এখানে ক্লিক করুন।

কপি রাইট © ২০১১-২০১২ সর্বস্বত্ত্ব সংরক্ষিত, টিউটরিয়ালবিডি, একটি টিউটো ওয়েবস প্রতিষ্ঠান.