জে-কোয়েরী সিলেক্টর সমূহ (jQuery Selectors)

জে-কোয়েরী সিলেক্টর সমূহ (jQuery Selectors):


jQuery সিলেক্টর দ্বারা এইচটিএমএল এলিমেন্ট কে গ্রুপ হিসাবে অথবা একটি একক উপাদান হিসাবে নির্বাচন করার পর, তা manipulate করা যায়। সিলেক্টর দ্বারা পছন্দ অনুযায়ী HTML document থেকে element/attribute কে ধরা(grub) যায়।jQuery বিদ্যমান(existing) সিএসএস Selectors সমর্থন করে, এবং এ ছাড়াও, এর কিছু নিজস্ব selectors রয়েছে। সব ধরনের jQuery সিলেক্টর dollar sign and parentheses: $() এর মাধ্যমে শুরু।

নিচের চিত্রটি দেখুন CSS সিলেক্টর এর মাধ্যমে jQuery কিভাবে HTML element কে detect করছে :-

CSS Selector Example

বিভিন্ন ধরণের সিলেক্টর আছে যেমন :
  1. Attribute সিলেক্টর : [attribute|=value], [attribute*=value], [attribute~=value] ইত্যাদি।
  2. Basic সিলেক্টর : *, . class, #id, element ইত্যাদি।
  3. Basic filter সিলেক্টর : :animated, :eq(index), :even, :first, :gt(index) ইত্যাদি।
  4. Child filter সিলেক্টর : :first-child, :last-child, :nth-child(index/even/odd/equation) ইত্যাদি।
  5. Content filter সিলেক্টর : :contains(text), :empty, :has(selector) ইত্যাদি।
  6. Form সিলেক্টর : :button, :checkbox, :checked, :disabled ইত্যাদি।
  7. Hierarchy সিলেক্টর : 'parent > child', 'ancestor descendant', 'prev + next' ইত্যাদি।
  8. Visibility filter সিলেক্টর : :hidden, : visible ।

<< Previous Next >>

লেখকঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের(DUET) কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং(CSE) বিভাগের ৪র্থ বর্ষের এক জন ছাত্র। তিনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট এর বিভিন্ন বিষয় যেমন : এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জে কোয়েরি, পিএইচপি, .Net ইত্যাদি বিষয়ের উপর অভিজ্ঞ। তিনি ACM ICPC সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগীতায় অংশগ্রহন করেছেন। তাকে ফেসবুকে অনুসরন করতে এখানে ক্লিক করুন।

কপি রাইট © ২০১১-২০১২ সর্বস্বত্ত্ব সংরক্ষিত, টিউটরিয়ালবিডি, একটি টিউটো ওয়েবস প্রতিষ্ঠান.