বাংলা ভাষায় প্রযুক্তি চর্চাকে বিকশিত করার লক্ষে প্রতিষ্ঠিত হল প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চ।
সমগ্র পৃথিবী সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে।বিজ্ঞান আর প্রযুক্তির কল্যানে আজ রূপকথার গল্পগুলোও বাস্তবে প্রতিষ্ঠিত হচ্ছে। একটা উদাহরণ দিই, এই ধরুণ এই পৃথিবীর সর্ববৃহৎ ইনডোর সী-বিচ জাপানের Ocean Dome এর কথাই । প্রযুক্তির কল্যাণে কৃত্রিমতার স্পর্শে কিন্তু সম্পূর্ণ অকৃত্রিমভাবে মহাসাগরকে তুলে আনা হয়েছে ঘরের মধ্যে। এই প্রযুক্তির কল্যানেই কেমন নিখুতভাবে মানুষ পথ …