বাবুরাম সাপুড়ে!!!!

বাবুরাম সাপুড়ে, কোথা যাস্ বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা যে সাপের চোখ্ নেই, শিং নেই, নোখ্ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে নাকো ফোঁস্‌ফাঁস্, মারে নাকো ঢুঁশ্‌ঢাঁশ, নেই কোনো উত্‍‌পাত, খায় শুধু দুধ ভাত সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ তো! তেড়ে মেরে ডাণ্ডা ক’রে দিই ঠাণ্ডা।                                                  —সুকুমার রায় অনেক অনেক দিন আগে আমার গুরু(!!) সুকুমার রায়ের এই কবিতা পড়ে বুঝতে পারছিলাম না, গুরু আসলে কি চাচ্ছেন। আচ্ছা আপনি নিজেই  ভাবুন তো এমন কোন সাপের ছবি যার কিনা আবার চোখ , নখ, শিং এসব নাই। কল্পনা […]

বাবুরাম সাপুড়ে!!!! Read More »