PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট (CPU) এবং Arithmetic Logic Unit (ALU) -স্বপ্নের মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল এখন বাংলা ভাষায়, পর্ব-৭।
সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট (CPU): সেন্ট্রাল প্রোসেসিং ইউনিটকে মাইক্রোকন্ট্রোলারের ব্রেইন বলা হয় । যা মাইক্রোকন্ট্রোলারের সকল অংশের সাথে সংযুক্ত থাকে । এই অংশের মাধ্যমেই কোন ইন্সট্রাকশনকে Fetching এবং Execution করা হয়। যখন প্রোগ্রামার প্রোগ্রাম রচনা করে, যেমন একটি ইন্সট্রাকশন হল MOVLW 0x20 তখন এই ইন্সট্রাকশনকে ট্রান্সলেট করে বাইনারী কোডে রূপান্তর করা হয়। এই ইন্সট্রাকশন সমূহ প্রোগ্রাম …