.htaccess পরিচিতিঃ পর্ব-এক
.htaccess নামের ফাইলটি এপাচি ওয়েবসারভারের কনফিগারেশন ফাইল বলা যেতে পারে। নির্দিষ্ট কোডের মাধ্যমে ডিরেক্টরির বিভিন্ন নির্দেশনা দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় রিডাইরেক্ট করার জন্য। নির্দিষ্ট ফরমেটে কোন ডিরেক্টরীর সব লিংকই রিডাইরেক্ট করতে পারবেন। আবার কোন ডিরেক্টরী পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে চাইলে তাও করা যাবে। কোন ডিরেক্টরী লিস্ট না দেখাতে …