DHCP কি? কিভাবে কাজ করে?
DHCP কি? DHCP হলো Dynamic Host Configuration Protocol এটি ইন্টারনেট প্রটোকলের মধ্যে কাজ করে। নেওয়ার্কের ক্লাইন্ট কম্পিউটারে সয়ংক্রিয় আইপি এড্রেস বিতরণ করে। কোন নেটওয়ার্কের টারমিনালগুলোএকে অপরের সাথে আইপি এড্রেসের মাধ্যমে যোগাযোগ করে। আর সেই আইপি এড্রেস সাধারণত আমরা ঠিক করে দেই। কিন্তু DHCP প্রোটকল একটিভ থাকলে এর মাধ্যমে আইপি না বসিয়ে দিলেওএকটি আইপি পেয়ে যাবে।