কম রেটের ভালো মানের প্লাজমা টিভি সমূহ
টিভি দেখতে আমরা সবাই পছন্দ করি। সে টিভির পিকচার কোয়ালিটি , সাউন্ড, লুক দেখতে যদি ভাল না লাগে তাহলে টিভির ভিতরের প্রোগ্রাম দেখে মজা নেই! সুন্দর টিভির খোঁজ সবাই কম বেশি জানতে চাই, রাখতে চাই। আমিও তেমন কিছু খবর রাখতে পছন্দ করি। ২০১২ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া, দরদাম হওয়া এবং আলোচিত প্লাজমা টিভিগুলো কেমন …