এবার কাগজে লিখবে রোবট
বাজারে এলো হেরাল্ড রোবট যা আপনার আমার মত লিখতে পারবে কাগজে। এমনকি আমাদের চেয়ে ভালো লিখতে পারবে। যন্ত্রটির তিন-অক্ষ নিয়ন্ত্রক এবং একটি গ্রাফিকাল ইউজার ইন্টারফেস রয়েছে , আপনি যা ইনপুট দিবেন ঠিক সেটা গ্রহন করে নিপূণভাবে লিখবে। ফ্রাঙ্কলিন ডব্লিউ অলিন ইঞ্জিনিয়ারিং কলেজের ৫ জন আণ্ডারগ্র্যেজুয়েট অধ্যয়নরত শিক্ষার্থী ড্যানিয়েল ডিক্টার, কেইট মাস্কান, শেইন স্কিকন, এরিক তাপ্পান, …