স্যামসাং এর ভাজ করা ফোন এর ঘোষণা
স্যামসাং ই প্রথম ভাজ করা ডিসপ্লের ফোন দেখিয়ে দিলো বিশ্বকে। অনেক আগে থেকেই মাইক্রোসফট ও এলজি ভাজ করা ডিসপ্লে নিয়ে কাজ করলেও প্রথম ফোনটি স্যামসাং দিয়েই শুরু হচ্ছে। আশা করা যায় এটি ২০১৯ সালে বাজারে আসবে। ফোনটিকে আপনি টেবলেট নামেও আক্ষায়িত করতে পারেন। আসলে এটি দুইটি আলাদা ডিসপ্লে ব্যবহার করা ঈদ কার্ডের মতো ফোন। বাইরে …