সৃজনশীল প্রোজেক্টের জন্য ৭টি টিপস
পৃথিবীর প্রায় সবগুলো ওয়েবের ডিজাইনই একেবারে কাছাকাছি- এমনটা কি আপনার মনে হয়? এমনটা আমার মনে হয়। অনেক বেশি সংখ্যক ওয়েবসাইট তৈরী হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে। তার মানে ব্লগের একটা সহজ সমীকরন তৈরী হয়ে গেছে এটি। প্রথম পাতা, বিভাগ পাতা, পোষ্ট ও পেজের পাতা-এই কয়টা ডায়নামিক পাতা থাকবে-এটাই ডিজাইন। লক্ষ লক্ষ ব্লগ এই পথ অনুসরন করেন কারন …