ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাশবোর্ডেই দেখুন হোস্টিং স্ট্যাটাস (প্লাগইন রিভিউ)

ওয়ার্ডপ্রেসনির্মিত সাইটগুলো সাধারণত অনেক স্ক্রিপ্ট লোড করে চলার কারণে সার্ভারের উপর অনেক বেশি প্রভাব ফেলে। আর দেশের অধিকাংশ সাইট প্রস্তুতকারকরা ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি সাইটগুলোর জন্য বিশেষায়িত কোন হোস্টিং সেবা নিয়ে থাকেন না, সুযোগও হয় না আসলে। ওয়ার্ডপ্রেসের জন্য হাইপ্রোফাইল হোস্টিং সেবার দামও অনেক বেশি হয়। তাই, শেষ ভরসা হয় নাগালের মধ্যে দাম থাকা শেয়ারড হোস্টিংয়েরই।