বিশালাকার জেলিফিশ সাগরতল পর্যবেক্ষণ করবে!
জেলিফিশ অত্যন্ত দক্ষ অরগানিজমের প্রানী। তাদের বৃদ্ধির জন্য মহাসাগরের স্রোত আর ন্যূনতম শক্তি ব্যয় হয় মাত্র। এজন্য ভার্জিনিয়া একটি টেক দল গবেষনার জন্য শরু থেকেই জেলিফিশকে বেছে নেয়। সমুদ্র তলদেশের পরীক্ষা নিরীক্ষা করছে দলটি। প্রজেক্টটির উদ্দেশ্য সম্পর্কে শশাঙ্ক প্রিয়া বলেন- এটি সমুদ্রতল, স্রোত এবং অগণিত অন্যান্য পানির তলদেশের কার্যক্রম নিরীক্ষণ করতে পারে। আর প্রজেক্টটি মিলিটারির …