অতৃপ্ত আত্মকাহন-১
আমার জীবনটা একটা শুকনো কাঠের টুকরোর মত অথৈ সাগরে ভেসে চলেছে সময়, স্রোত, প্রকৃতি আর পরিবেশের নির্দেশে। কখনো ভেসে চলেছে বিশাল ঢেউ এর মধ্যে দিয়ে আবার কখনো আঁকাবাঁকা পাড়ের কোল ঘেঁষে। আমি ছুটে চলেছি মুক্তমনে, আমার কোন ঠিকানা নেই, কোন গন্তব্যও জানা নেই। আমার কৌতহলী মন সরাক্ষণ প্রতীক্ষায় থাকে পরবর্তী মূহর্তের রোমাঞ্চ উপভোগ করার জন্য। …