মিস্টার সেভেনটিনের প্রোগামিং শেখা এবং তার দৈত্য-(১) -প্রোগ্রামিং ইন সি লার্নিংকনটেস্ট (৫)
গতপর্বে মিস্টার সেভেনটিনকে আপনারা চিনেছেন। মিস্টার সেভেনটিন বেশ পরিশ্রম করছে প্রোগ্রামিং সি শেখার জন্য। সে ইতোমধ্যেই বেশ কিছু বিষয় আয়ত্ত করে ফেলেছে। আসেন মিস্টার সেভেনটিনের কি অবস্থা দেখে আসি। গত রাতে মিস্টার সেভেনটিন ঘুমিয়েছে। ঘুমের মধ্য একটা দৈত্য তার কাছে এসে বলছে, সেভেনটিন আমি তোমার কর্মকান্ড দেখে খুবই খুশি হয়েছি। তুমি আমাকে এখন থেকে প্রতিদিন …