লিয়নোর মেসির জিবনী
১৯৮৭ সালে ২৪ সে জুন আর্জেন্টিনার এক শ্রমজীবি পরিবাবরে জন্ম হয় মেসির। বাবা ছিল স্টিল কারখানার সামান্য একজন কর্মচারী।আর তার মা ছিলেন একজন পরিছন্নতার কর্মী। মেসির মেসি হয়ে ওঠার গল্পটা এত সহজ ছিল না। তার ছোটকাল, থেকেই ফুটবল খেলার প্রতি ছিল প্রবল আগ্রহ এবং ইচ্ছা। এই আগ্রহ ও ইচ্ছাই তাকে তার জায়গায় নিয়ে যায়। তার …