ব্লুটুথ Bluetooth কি?
ছোট পরিসরের ওয়্যারলেস ইন্টারফেস হলো ব্লুটুথ। ২.৪ গিগাহার্জের তরঙ্গের মাধ্যমে ব্লুটুথ ডাটা ট্রান্সফার করে। এটি প্রায় ১০ মিটার দুরত্বের কাজ করে এবং ১মেগাবিট/সেকেন্ড এ কাজ করে। ব্লুটুথ মোবাইল ইন্টারফেসে অনেক ডিভাইজই কাজ করে। ১. ব্লুটুথ হেডফোনের মাধ্যমে তার ছাড়া তার ছাড়াই শব্দ শুনতে পারেন। ২. ব্লুটুথ কিবোর্ড মাউস অনেক আগে থেকেই ব্যবহার হচ্ছে। ৩. ব্লুটুথ …