ব্লগে শব্দের ও ভাষাগত সচেতনতা
ভাষাগত আঞ্চলিকতা, বিভিন্নভাষার অপিরমিত ব্যাবহার, প্রযুক্তিগত সংক্ষেপিত ভাষা আর নিজস্বতা সব কিছু মিলিয়ে এখন বাংলা ভাষা একটি ভিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে। কলকাতার বাংলা, বাংলাদেশের বাংলা, টেলিভিশনের বাংলা, এফএম রেডিওর বাংলা আর তথ্যপ্রযুক্তির বাংলা নিয়ে অনেকগুলো শব্দ নিয়ে দ্বিধাদ্বনদে পরে যান অনেকে। বাংলা সাহিত্যে বাংলা একরকম দেখা যায় আর বাংলা ব্লগে এসে প্রযুক্তি সচেতনদের বাংলা ভাষার …