রিলিজ হলো এডোব ইলাস্ট্রেটর বাংলা ভিডিও টিউটোরিয়াল প্যাকেজ! ইউটিউব এবং DVD দুইটাই রয়েছে সংগ্রহ করার জন্য!
ফটোশপ টিউটোরিয়াল প্যাকেজ প্রকাশ করার পর সেই ধারাবাহিকতায় রিলিজ হয়েছে এডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ভিডিও প্যাকেজ। পুরো ইলাস্ট্রেটর টিউটোরিয়ালটি নতুন ভার্শন CS6 এর উপর করা হয়েছে। তবে পুরাতন ভার্শন দিয়েও শেখা যাবে। আমার পরামর্শ থাকবে আপনি যদি নতুন শেখা শুরু করেন তাহলে অবশ্যই নতুন ভার্শন দিয়ে শেখা শুরু করুন। একেবারেই ব্যাসিক থেকে টিউটোরিয়াল শুরু করা হয়েছে। …