১৩.১ ফাংশন (Function)
সংক্ষিপ্ত অর্থে ফাংশন হচ্ছে কতগুলো স্টেটমেন্ট এর সমষ্টি বা ব্লক। যা একবার তৈরি করে সংক্ষিপ্তরূপে কল করে বারবার প্রোগ্রামের বিভিন্ন স্থানে প্রয়োজন অনুসারে ব্যবহার করা যায়। এতে করে প্রোগ্রামে কোডিং এর পরিমাণ হ্রাস পায়। তাছাড়া বিভিন্ন প্রোগ্রামের বিল্টইন ফাংশন সমূহ একজন প্রোগ্রামার শুধুমাত্র সরাসরি কলকরেই ব্যবহার করতে পারেন, এতে করে প্রোগ্রামিং অনেক সহজ হয়ে এসেছে। …