ফটোশপ দিয়ে বদলে দিন চোখের রং
জয়িতার মন খারাপ। ঐশ্বরিয়ার মত তার চোখ নীল নীল নয় । মাঝে মাঝে ভাবে চোখে লেন্স পড়বে। কিন্তু রাহাতে জন্য তা আর করা হয়ে ওঠেনা। কালো চোখই তার বেশি প্রিয়। তাই রাহাতের প্রতি একটা ছোট্ট ক্ষোভ জয়িতার রয়েই গেছে। সেদিন জন্মদিনের পার্টিতে ঠিক ঐশ্বরিয়ার মত করে সাজলো । চোখে লেন্সও পড়লো। কিন্তু যেই রাহাতের মুখোমুখি …