পরিচ্ছন্ন ডিজাইনের কয়েকটি বিষয়
আজ থেকে প্রায় আট বছর আগে, তখন কম্পিউটারের সাথে খুব বেশি সময় দেওয়া হতো না। গ্রাফিক্সের অপ্রয়োজনীয় কাজেও অনেক ব্যস্ত থাকতাম। সেই সময় আমাকে একটি ভিজিটিং কার্ড বানাতে গিয়ে পরিচ্ছন্ন ডিজাইনের মর্ম বুঝতে পারি। যার কাজ সে প্রতিবারই বলতো যে অনেক সাদা মাটা হয়ে গেলো। এক একটি লেখা এক এক রং এর দিলে ভাল হতো… …