ছোট ব্লগ পোষ্টকে কি নিন্মমানের পোষ্ট বলা যায়?
কয়েকদিন আগের একটি পোষ্টে দ্রুত দৌড়ানো ব্লগারের কাজ নয় শীরোনামে একটি ব্লগ পোষ্ট করি ও সেখানে বলি, কেউ কেউ শুধু দরকারী কথাটাই তার ব্লগে লিখে যান। বিশেষতঃ খবর বা টিউটরিয়াল ধরনের লেখায় মূল বিষয় ছাড়া কিছু লেখার প্রয়োজন আছে বলে অনেকে মনে করেন না। কেউ কেউ শুধু দরকারী কথাটা এত সঙ্খেপিত করে লিখেন যে তা …