সাদা কালো ফটোগ্রাফীর ৫টি টিপস
ফটোগ্রাফীর উপর বেশ কিছু টপিক আলোচনা করে ফেলেছি। এ পর্যন্ত ফটোগ্রাফী টিপসে যা আলোচনা করা হয়েছে তা যে অক্ষরে অক্ষরে পালন করতে হবে তা কাউকে বলবো না। নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের ব্যক্তিগত ভাললাগা দিয়ে ছবি তুলুন। রঙিন এ ডিজিটাল জগতেও এখনো সাদা কালো ফটোগ্রাফীর মূল্যায়ন কমে নাই। অনেক ছবিই রঙিন না হয়ে সাদা কালো …