সামুদ্রিক কচ্ছপের জীবনচক্র
দারুন রহস্যঘেরা সামুদ্রিক কচ্ছপের জীবনচক্র। প্রাপ্ত বয়স্ক হতে পরিবেশ ভেদে তাদের ৭ থেকে ১০ বছর সময় লাগে। নারী ও পুরুষ কচ্ছপ সমুদ্রেই একে অন্যের সাথে মিলিত হয়। ডিম পারার সময় হলে কচ্ছপ সমুদ্র থেকে তীর বা কোন দ্বিপে আসে, যেখানে সে জন্মেছিল। বালুময় অঞ্চলে নরম মাটি খুরে সেখানে ডিম পারতে থাকে। ঘন্টাখানেকের মধ্যে তার ডিম …