এক্সএনএ-কৃত্রিম ডিএনএ উদ্ভাবন!
আপনার আমার শরীরের অন্তঃস্থ সকল কোষের যাবতীয় জিনগত নির্দেশনা একমাত্র ডিএনএ-ই বহন করে। আমাদের দেহের প্রত্যেকটি অংশ যেমন – চুলের রঙ, উচ্চতা, কন্ঠস্বর ইত্যাদি সকল অঙ্গের আলাদা আলাদা বৈশিষ্ট্য ডিএনএ আলাদা আলদা ভাবে ধারণ করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ডিএনএ কোষগুলো পূর্ণ বিভাজিত হতে থাকে ক্রমান্বয়ে একটি থেকে দুটিকোষ, দুটি …