অনলাইন সাংবাদিকতাঃ ব্লগারদের পথ হতে পারে
সংবাদটা যত দ্রুত পৌছানো দরকার ততটা দ্রুত ছিল না একসময়। অন্তত একদিন পরে সংবাদ পত্র দরজার সামনে পৌছাতো। এখন পরিবর্তন এসেছে… জীবন্ত খবর প্রচার হচ্ছে ব্লগে, ফোরামে, ফেসবুক, টুইটারে। এই পরিবর্তনের মাঝেই নিজের কর্তৃত্ব বজায় রাখার প্রচেষ্টায় ব্লগাররা এগিয়ে যেতে পারে। বাংলাদেশে বেশ কিছু ব্লগারা সাধারনত নিজের জানার ও জানানো ইচ্ছার কারনেই ব্যক্তিগত ব্লগে বিভিন্ন …