বুটস্ট্র্যাপ ইতিহাস
বুটস্ট্র্যাপ টুইটারের জন্য ডেভলপ করা হয়। ২০১১ সালে টুইটার ইন্জিনিয়ার টিম একটি ফ্রেমওয়ার্ক বানায় । মার্ক অটো ( Mark Otto)এবং জ্যাকব থরটন (Jacob Thorton) বুটস্ট্র্যাপ তৈরীর মূল হোতা। এটি পরবর্তিতো সর্বসাধারনের জন্য উম্মুক্ত করে দেওয়া হয় এবং গিটহাবে আপলোড করা হয়। কয়েক মাসের মধ্যে হাজার হাজার ডেভলপার যুক্ত হয়ে এটি আরো উন্নত হয়ে ওঠে। এটি …