গ্রো লাইট বা গাছের বাল্ব
গ্রো লাইট (Grow Light) হলো গাছের সালোক সংশ্লেশনের জন্য গাছের জন্য কৃত্তিম আলোর ব্যবস্থা। সূর্য থেকে যে আলো আসে তার মাধ্যমে গাছ পানি ও মাটির রাসায়নিক পদার্থের বিক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরী করে। প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে একই ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক বাতি তৈরী করা করা হয়েছে, যার মাধ্যমে সূর্যে আলোহীন যায়গায়ও গাছ বেঁচে থাকতে পারবে। picture মূলতঃ …