উনডোজ ১০ এ উবুন্তু
মাইক্রসফট এখন অনেকটা লিনাক্স বান্ধব হয়েছে। আপাতঃ বেশ কিছু লিনাক্স ডিস্ট্রো আপনি চালাতে পারবেন উইনডোজ ১০ অপারেটিং সিন্টেমে। এর আগের ভার্শনের কোন উইনডোজে পাবেন না। যারা লিনাক্সের বিভিন্ন সার্ভিস বা এপস উইনডোজে বসে চালাতে চান তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। যদিও বা সব কিছু এখনো এত সহজ লভ্য হয়ে ওঠে নি। যেমন-উইনডোজ বুট করলেই …