ওয়েব ডিজাইনের ৯ টিপস – অডিয়েন্সই শেষ কথা
আজকাল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভুবনে নিজের জন্য একটি ঠিকানা খোঁজার জন্য অনেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়েন। ওয়েব প্রেজেন্স বা নিজের একটি ওয়েব সাইট থাকাটা এখন বিলাসীতার গণ্ডী পেরিয়ে অতি প্রয়োজনীয় একটি ব্যাপারে রূপান্তরিত হয়েছে। এ কারণেই ওয়েব সাইটের নকশা করাটা এখন আর হেলাফেলা করে করলে চলে না। প্রয়োজন হয় সতর্ক পরিকল্পনা এবং অনেক ভাবনা চিন্তার। ওয়েব …