যারা ১ম পর্বটি পড়েছেন, আমার বিশ্বাস তারা নিজে নিজেই এই পর্বে আলোচনা করা বিষয়গুলো বুঝতে পারবেন। তার পরও কিছু বিষয় আলোচনা করছি।
একটা উদাহরন দিয়ে এই পর্বের আলোচনা শুরু করছি ।
১. মনেকরি রহিম আর করিম দুইজন শ্রমিক যাদের মজুরী প্রতি ঘন্টায় ৫০ টাকা
আর হেলাল আর বেলাল অন্য দুইজন শ্রমিক যাদের মজুরী প্রতি ঘন্টায় ৩০ টাকা
নিজের ছবির মতো করে আমরা বিষয়গুলো লিখতে পারি

এখন মজুরী হিসাবে মোট ব্যয় হিসাবের জন্য আমি যে D6 ঘর ব্যবহার করেছি তাতে সূত্র লেখা লিখলাম
=D2+D3+D4+D5
আমরা যে কোন ঘরে ক্লিক করে সরাসরি সেখানে = চিহ্ণ দিয়ে সূত্র লিখতে পারি আবার ফরমুলা বারও ব্যবহার করতে পারি, তবে সব সময় সূত্র শেষে অবশ্যই এন্টার দিতে হবে।
২. এখন প্রত্যেকদিন মজুরীর মান পরিবর্তন করা লাগে যদি এমন বিষয় হয়, তাহলে আমরা নিচের মতন করতে পারি।

এখানে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করে , উপরের দুই রকম উদারণ একই এক্সেল সিটে sheet1 আর sheet2 তে পাবেন।
মাইক্রোসফট এক্সেল পর্ব ১ (একেবারেই নবীনদের জন্য)
সুন্দর হয়েছে ভাই ! !