টেলিভেশনে চলে আসবে রেটিনা ডিসপ্লে

রেটিনা ডিসপ্লে বনাম এইচডিটিভি ডিসপ্লে

রেটিনা ডিসপ্লে ভবিষ্যতের এপল টিভিতে চলে আসতে পারে। আর টিভিস্ত্রিনে রেটিনা ডিসপ্লে আরো বাস্তব সম্মত লাগবে ভিডিও। রেটিনা ডিসপ্লে টেকনোলজিতে প্রতি ইঞ্চিতে অনেক বেশি পিক্সেল থাকে যার ফলে ডিসপ্লেতে কোন খুত খুজে পাওয়া যায় না।

এপলের বেশ কিছু  পন্যে এই ডিসপ্লে ব্যবহৃত হয়। এলজিসহ ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান থেকে এপল এই ডিসপ্লে নেয়।

.

 

 

 

নিচে কিছু পন্য রেটিনা ডিসপ্লে ও ব্যবহৃত রেজুলেশন  প্রকাশ করা হলোঃ

মডেল প্রতি ইঞ্চিতে পিক্সেল রেজুলেশন
iPhone 4, iPhone 4S,  iPod Touch ৩২৬ ৯৬০×৬৪০
iPad (3rd generation) ২৬৪ ২০৪৮×১৫৩৬
MacBook Pro (3rd generation, 2012) ২২০ ২৮৮০×১৮০০

রেটিনা ডিসপ্লে সম্পর্কে স্টিভস জবসের ভিডিওটি দেখুনঃ

 

এপল এইচটি টিভি বাজারে প্রবেশ করতে যাচ্ছে আর এটিতে রেটিনা ডিসপ্লে ব্যবহৃত হলে পরবর্তিতে অন্যন্য প্রতিষ্ঠানও যে উন্নত প্রযুক্তির ডিসপ্লের বাজার ধরতে আগ্রহী হবে এটা বলার অপেক্ষা রাখেনা। বিশেষ করে টেলিভিশনের একটি বিশাল বাজার এখনো রয়েছে।

Leave a Comment