প্রকাশিত হতে যাচ্ছে- ধারাবাহিক ফটোশপ টিউটোরিয়াল

আলোর সন্ধানি টিউটোরিয়ালবিডি দল এগিয়ে যাচ্ছে। ধারাবাহিক টিউটোরিয়াল জগতে টিউটোরিয়ালবিডি আলো ছড়য়ে যাচ্ছে বাংলা ওয়েব জগতে। এ বছরের প্রথম থেকে টিউটোরিয়ালবিডিতে ওয়েব ডিজাইনের উপরে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, জেকোয়েরী, ওয়ার্ডপ্রেস ও জুমলা ধারাবিহক টিউটোরিয়াল প্রকাশ করে। বাংলাদেশের সেরা কমিউনিটি ব্লগারদের নিয়ে আমি এই কাজগুলো সুষ্ঠভাবে করার চেস্টা করি। কাজগুলো একেবারেই পরিকল্পনামাফিক হয় যাতে টিউটোরিয়ালের কোন একটি অংশও বাদ না পরে।

এছাড়াও টিউটোরিয়ালবিডির ইবুক এবং ভিডিও তৈরীর পরকল্পনা হাতে নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ফটোশপ টিউটোরিয়াল তৈরীর জন্য অনলাইনে বাংলা ব্লগারদের কাছে আবেদন করি। বাংলা টেক ব্লগিংএ জনপ্রিয় নাম লাকি এফএম ফটোশপ টিউটোরিয়াল তৈরীতে আগ্রহ প্রকাশ করেন এবং তিনি একটি পরকল্পনা প্রকাশ করেন। ফটোশপে যে সব বিষয় আলোচনা করা হবে তার পরিকল্পনা ব্লগে প্রকাশ করা হলো। এই সুচি পত্রের বেপারে আপনাদের সু-চিন্তিত মতামত থাকলে জানাবেন।

ফটোশপ সুচিপত্র যা নিয়ে ধারাবাহিকভাবে টিউটোরিয়াল প্রকাশ করা হবে-

  • ১. প্রাথমিক আলোচনা
  • ১.১. ফটোশপ ইনস্টল
  • ১.২. ইন্টারফেস
  • ২. টুলস পরিচিতি
  • ৩. প্যালেট পরিচিতি
  • ৪. মেনু সম্বন্ধে আলচনা
  • ৫. টুলসের ব্যবহার
  • ৬. ফাইল ম্যানেজমেন্ট
  • ৭. এডিট মেনুর ব্যবহার
  • ৮. ট্রান্সফরম নিয়ে আলোচনা
  • ৯. লেয়ার এর কাজ সমুহ
  • ১০. ভিউ মেনু
  • ১১. উইন্ডো মেনু
  • ১২. রঙ
  • ১৩. টেক্সট
  • ১৪. প্যাথ এর বিভিন্ন প্রয়োগ
  • ১৫. ছবি
  • ১৬. ফিল্টার
  • ১৭. হেল্প মেনুর ব্যবহার
  • ১৮. ওয়েবে গ্রাফিক্স এর ব্যবহার
  • ১৯. এনিমেশন
  • ২০. স্ক্যান ব্রিফ
  • ২১. সি এস ৩, ৪, ৫, ৬ এ নতুন বিষয়
  • ২২. প্রজেক্ট

দোয়া করবেন যাতে এই কাজটিও সুষ্ঠভাবে করা যায়।

3 thoughts on “প্রকাশিত হতে যাচ্ছে- ধারাবাহিক ফটোশপ টিউটোরিয়াল”

  1. হাসান যোবায়ের

    শুভ কামন রইল। আশা করি পর্ব শেষ পর্যন্ত পাবো। 🙂

  2. মাসুম

    অসাধারণ হয়েছে। আপনাকে ধন্যবাদ। নিয়মিত আবডেট আশা করি।

  3. vaia amr photoshop ar kaj korar onek icca.apnader moto kicu site r manus dar sathe porichito hoya onek vlo lagce.r aktu kosto kora jodi bolten photoshop cs koto dia kaj korcen tahole bujhta onek easy hoto….plz.

Leave a Comment