গুগলের যে সেরা ফিচারগুলো আপনি হয়তো ব্যবহার করছেন না!!(পর্ব-দুই)

প্রথম পর্ব মিস করলে অবশ্যই আগে দেখে নিন এখানে।

গুগলের বুকমার্ক সার্ভিস এবং রিড ইট লেটার ফিচার

Google Bookmarks: এটা হলো গুগলের এমন একটা সার্ভিস যেটার কাজ হলো ওয়েব পেজ সেভ করে রাখা যা পরে বুকমার্ক লিস্ট থেকে পড়া যায়।

বুকমার্ক লিস্ট আপনি পরে লেভেল অনুযায়ী খুব সহজেই খুজে পাবেন। গুগলেই এই ফিচার আসলেই খুব কাজের।

গুগল এপসগুলোর জন্য কিছু অটো স্ক্রিপ্ট

Google Apps Scripts হলো অনেকটা অটোমেটর স্টাইল যা আপনার আপনার গুগল এপস ব্যবহার করতে সাহায্য করবে। আপনি ইচ্ছা করলে অন্যদের তৈরি স্ক্রিপ্ট আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে কিছু পরিচিত স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা হলো।

  • Gmail Meter: এটা আপনার জিমেইলে এক্টিভিটি মনিটরের কাজ করবে। প্রত্যেক মাসে একটি ইমেইলে আপনার জিমেইল রিলেটেডেড একটা মেইল পাবেন। যা দেখে বুঝতে পারবেন গড় শব্দ কতগুলো,মেইলের সময়, দৈর্ঘ্য ইত্যাদি।
  • Gmail Attachments to Google Drive:  এটা আপনার জিমেইলে যত এটাচমেন্ট আসবে তা গুগল ড্রাইভে অটো পাঠিয়ে দিবে। অনেক সময়ই এই স্ক্রিপ্ট কাজে লেগে থাকে।
  • Gmail Filter to SMS(This ones in the Scripts Gallery): এই স্ক্রিপ্ট ব্যবহার করলে আপনার জিমেইলে আসা সব মেইলের টেক্সট নোটিফিকেশন পাবেন মোবাইলে। আপনার মেইল যদি যথাসময়ে জানার অনেক দরকার হয় তাহলে এটা অনেক কাজে দিবে।

ধীরে ধীরে হয়তো এই লিস্ট অনেক বড় হবে।

আরো ফিচার সম্পর্কে জানতে চান? তাহলে আপাতত পরীক্ষামূলকভাবে এই এপস গুলো ব্যবহার করে দেখতে পারেন।

গুগলের ভক্ত হয়ে থাকলেও হয়তো আপনি সব ফিচার সম্পর্কে জানতে পারবেন না। তবে কাজের ফিচারগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমরাতো আছিই।  আশা করি এপস ও স্ক্রিপ্ট নিয়ে আরো শক্তিশালী হয়ে উঠবেন ওয়েব জগতে। সাথেই থাকুন।

 

Leave a Comment