গুগলের যে সেরা ফিচারগুলো আপনি হয়তো ব্যবহার করছেন না!!

গুগল হলো এমন ব্যপক এক প্রতিষ্ঠানের নাম যেখানে সব রকমের এপস, প্রোগ্রামস এবং টুলসের সমারোহ রয়েছে। জিমেইল, গুগল ডকস সহ অনেক সেবাই রয়েছে যা সর্বজন স্বীকৃত। তবে গুগল নেটওয়ার্কে হিডেন এমন কিছু দারুণ ফিচার রয়েছে যা জীবনকে আরো সহজ করে দেয়।

গুগল ড্রাইভে যুক্ত হয়েছে নতুন নতুন ফিচার

আমাদের অনেকেই আছেন যারা মনে করেন গুগল ড্রাইভ শুদু গুগল ডকসের মতোই একটি ফিচার। তবে মজার খবর হলো সাম্প্রতিক সময়ে গুগল ড্রাইভে কিছু ওয়েভ বেজড এপস যুক্ত হয়েছে যা আপনাকে অবাক করবেই। এই এপসগুলো  আপনি গুগল ড্রাইভে সরাসরি বা নতুন ফাইল রেখে ব্যবহার করতে পারবেন। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এপস নিয়ে আলোচনা করা হলো।

ফ্রী ফ্যাক্স পাঠান বা রিসিভ করেন Hellofax দিয়ে

HelloFax  দিয়ে শুধু ফ্যাক্স পাঠানোর কাজেই ব্যবহার হয় না সাথে গুগল ড্রাইভে কিছু অতিরিক্ত সুবিধাও যুক্ত হয়ে যায়।

আপনার ব্রাউজার দিয়েই ইমেজ এডিটের জন্য আছে Pixlr Editor , Aviary

Pixlr Editor এবং Aviary দুইটাই সিম্পল তবে গুগল ড্রাইভে আপনার ছবি এডিট করার জন্য যথেষ্ট কার্যকর।

আপনি ফটোশপের মতো কোন সফটওয়্যার বা এপস খুজে থাকেন তাহলে প্লিক্সার এডিশন অনেকটাই আপনার চাহিদা পূরণ করতে পারবে। আর কালার ব্যালেন্সের জন্য এভাইরেই তো থাকছেই!

আপনার ড্রাইভের বিস্তারিত গ্রাফ দেখে নিন এই এপস দিয়ে

গুগল ডকসে আপনি কি কি করছেন জানতে চান? তাহলে এই এপস দিয়ে জেনে নিন আপনার সাপ্তাহিক, মাসিক  কার্যকলাপ গ্রাফের সাহায্য। Spanning Statsis

Google+ এর কিছু হিডেন ফিচার

গুগল প্লাস শুধু সোস্যাল সাইটই নয় এখানে রয়েছে অনেক কাজের ফিচার। চলুন দেখে নেয়া যাক।

আপনার পার্টির জন্য এবার ইনভাইট করুন সবাইকে

ফেসবুক এ এভেন্ট সিস্টেম রয়েছে তবে সমস্যা হলো ইভেন্টে এড করতে হলে সবাইকে ফেসবুক আইডি থাকা লাগে। কিন্তু গুগল+ এ রয়েছে অপার সুবিধা। আপনি শুদুমাত্র ইভেন্ট তৈরি করুন তারপর যাকে খুশি ইনভাইট সবাই ইভেন্ট দেখতে পাবে যদি গুগল+ এ একাউন্টা নাও থাকে।

আপনার ছবি অটো সেভ হয়ে যাবে গুগল ক্লাউড সার্ভারে

আপনি যদি আপনার আইফোন বা এন্ড্রয়েডের ছবি তোলার সাথেই সাথে ব্যাকআপ রাখতে চান  তাহলে Automatic Upload ফিচারের সুবিধা নিতে পারেন। অটোমেটিক আপনার তোলা ছবি ক্লাউড সার্ভারে সেভ হয়ে যাবে তাও একেবারে ফ্রী!

যে কোন ধরনের মিটিং শুরু করুন অনলাইনে Google Hangouts  আছে না! 

Google+ Hangouts  হলো এমন একটি ভিডিও চ্যাট রুম সেবা যেখানে একত্রে ১০ জন আলোচনা করতে পারে। এটা ব্যবহার করা অনেক সহজ। এছাড়া এর ভিতরেও কিছু মজার মজার ফিচার আছে।

  • Cacoo: এটা দিয়ে আপনি দিয়ে আপনার মাইন্ড ম্যাপ, ডায়াগ্রাম বা অফিসের কাজ সম্পন্ন করতে পারবেন। প্রতিদিন ব্যবহার করতে না হলেও অনেক সময় এটা কাজে লাগে।
  • SlideShare: এটা দিয়ে খুব সহজেই প্রেজেন্টেশন তৈরি করে শেয়ার করতে পারবেন।
  • ConceptBoard: হঠাৎ মাথায় আইডিয়ে চলে এসেছে? লিখে ফেলুন সাদাবোর্ডে।

অন্যান্য সেবা: এপস,প্রডাক্টস এবং অটো স্ক্রিপ্ট

গুগলের হাজার হাজার সেবার কথা জানা আসলেই অসম্ভব। তবে সেরা কিছু ফিচার নিয়ে এখানে বর্ণনা করা হলো।

জিমেইলে ট্র্যাক সেবা

জিমেইলে আপনি কি কি করেন রিপোর্ট চান? আছে Activity Reportsbreaks। এটা দিয়ে খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন গুগলে আপনি কি কি সার্চ করেন, জিমেইল কিভাবে ব্যবহার করেন ইত্যাদি ইত্যাদি। এমনকি আপনার কম্পিউটারে আপনি কত সময় থাকেন তাও জানতে পারবেন।

আসলে একসাথে এত এত ফিচার লিখে শেষ করা যাবে না। তাই পরের পর্বে বাকিগুলো পাবেন। সাথেই থাকুন। 🙂

6 thoughts on “গুগলের যে সেরা ফিচারগুলো আপনি হয়তো ব্যবহার করছেন না!!”

    1. হাসান যোবায়ের

      হুম গুগলের একটা আলাদা ড্রাইভ যেটা আপনি নিজের মতো ব্যবহার করতে পারবেন।

Leave a Comment